অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি খোকা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ২৩:৪৭
অ- অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, সারাদেশে অবরোধের নামে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিচ্ছে। বিকাশের মাধ্যমে টাকা দিয়ে গাড়িতে এ আগুন দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত সাধারণ মানুষের যানমালের ক্ষতি করছে। এরা জাতির শত্রু এরা স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপির সন্ত্রাসী। এদেরকে প্রতিহত করতে হবে। ২০২১ সালের মতো এরা গর্ত থেকে বের হয়ে নাশকতা করে আবার গর্ত ঢুকে যায়।

মঙ্গলবার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সম্পাদক হারুন অর রশীদ মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলা প্রধান উপদেষ্টা ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলার সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান, সোনারগাঁ উপজেলা জাতীয় মহিলা পার্টি আহবায়ক নাছিমা আক্তার পলি, সদস্য সচিব নারগিস আক্তার, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী, জামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোতালিব ভূইয়া, নুরে আলম শাহীন মেম্বার, বদিউজ্জামাল বধু মেম্বার, সানাউল্লাহ মেম্বার, মিলন মিয়া মেম্বার, নাছির উদ্দীন মেম্বার, সাকিব হাসান মেম্বার, আবুল কালাম মেম্বার, রিয়াজ ফকির মেম্বার প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা