স্বাভাবিকভাবেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ২০:৫৪

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া স্বাভাবিকভাবেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পঠন-পাঠন ও পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম। ক্যাম্পাস এলাকায় অবরোধের প্রভাব নেই বললেই চলে। তবে, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের কেউ কেউ ক্যাম্পাসে আসতে শঙ্কিত থাকেন।

ছাত্ররাজনীতির প্রভাব–

অবরোধ সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীদের কয়েকদিন ক্যাম্পাসের আশেপাশে মিছিল করতে দেখা গেছে। চলতি মাসের ৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে অবরোধ সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালের বিভিন্ন ফটকে তালা ও ব্যানার ঝুলায় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতারা অবরোধের বিরুদ্ধে ভূমিকায় আছেন। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় তাদের। ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের প্রবেশ রুখতে তারা সতর্ক থাকেন।

বাসে আগুন–

অবরোধে আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্টাফ বহনকারী দুটি বাস। গত ৬ নভেম্বর বিকালে মিরপুর-১০ এর গোলচত্বরের সংলগ্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগের দিন, শিক্ষার্থী নামিয়ে ফেরার পথে মিরপুরের বাঙলা কলেজের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী ‘চৈতালী’ নামের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে, এসব ঘটনায় কেউ আহত হননি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, বাস দুটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস নয় এবং এগুলো যখন আক্রান্ত হয়েছে তখন শিক্ষার্থী বা স্টাফ পরিবহন করছিল না।

এরই মধ্যে, গত ৫ নভেম্বর অবরোধের কারণে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীদের একাংশ।

যা বলছে কতৃপক্ষ–

একজন শিক্ষার্থীও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জানায়নি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান ঢাকা টাইমকে জানান, শিক্ষার্থীদের সমস্ত ক্লাস পরীক্ষা ঠিকঠাকভাবে চলছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের যথেষ্ট নিরাপত্তা আছে। শিক্ষকগণ ক্লাস এবং পরীক্ষা নিতে যথেষ্ট আগ্রহী। ক্লাস-পরীক্ষা চলবে, কোন কিছুই বন্ধ হবে না। বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো আছে, সেগুলো সময়মত চলবে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ফের স্বাভাবিক রুটিনে প্রাথমিকে পাঠদান শুরু মঙ্গলবার

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি, নেতানিয়াহুর কুশপুতুল দাহ

শুক্রবার ক্লাস নেওয়ার পোস্টটি ভুলবশত হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষাব্যবস্থা সংস্কারে হেফাজতের ৭ দফা দাবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :