গাইবান্ধায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রমজান আলী (৫৫) এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার মৃত সদলু মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি বিকালে নিশ্চিত করেছেন হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রামপুরা গ্রামে ১০ শতাংশ জমি নিয়ে রমজান আলির সঙ্গে দীর্ঘদিন থেকে পার্শ্ববর্তী শফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। সকালে ওই জমিতে আলু লাগানোর কাজ করছিলেন রমজান আলী। খবর পেয়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রী ওই জমিতে এসে রমজান আলির সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শফিকুল ইসলাম ও তার স্ত্রীর হাতে থাকা লাঠি দিয়ে রমজান আলীর বুকে পিঠে ও মাথায় আঘাত করলে সে গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কৃষক হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/ইএইচ)
মন্তব্য করুন