শরীয়তপুরে আনসার বাহিনীর উপহারের ঘর পেলেন ৮ অসহায় সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:১০
অ- অ+

শরীয়তপুরে আনসার বাহিনীর উপহারের ঘর পেয়েছেন সংস্থাটির ৮ জন অসহায় ও দুস্থ সদস্য। বৃহস্পতিবার দুপুর ১২টায় নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আনসার সদস্য মান্নান রাড়ীর ঘর উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

এছাড়াও ঘর পাওয়া বাকি ৭ জন আনসার সদস্যের মাঝে চাবি হস্তান্তর করেন তিনি।

আনসার ও গ্রাম ও আনসার বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, স্থানীয় পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমুখ।

জেলা কমান্ড্যান্ট মো. মইনুল ইসলাম, বৃহস্পতিবার একযোগে সারাদেশে ১০০ জন অসহায় ও দুস্থ আনসার সদস্যদের মাঝে ঘর প্রদান করা হয়েছে। এরমধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় তিনজন, ভেদরগঞ্জ উপজেলায় তিনজন, জাজিরা উপজেলার একজন ও ডামুড্যা উপজেলায় একজন অসহায় আনসার সদস্যদের মাঝে ঘর প্রদান করা হয়। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ৩ লাখ ৫০ হাজার টাকা।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা