ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪৪
অ- অ+

পাবনার বেড়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মোজাহার মোল্লা (৭২) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন এসে বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং মোজাহার মোল্লাকে একা পেয়ে এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে অঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোজাহার মোল্লা উপজেলার বড় পায়না মহল্লার পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত হারুন মোল্লার ছেলে। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

বেড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এক জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
খিলগাঁওয়ে স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্মীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা