ঘূর্ণিঝড় মিধিলি: চরফ্যাশনে ২১৯ ঘর বিধ্বস্ত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ২১:২৫
অ- অ+

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে ভোলার চরফ্যাশন উপজেলায় ২১৯টি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও ভেঙে পড়েছে শতাধিক গাছ। শুক্রবার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে রাতে আবহাওয়া খারাপ হয়। আজ দুপুরের দিকে ঘূর্ণিঝড় মিধিলি দমকা হাওয়াসহ আঘাত হানে উপকূলের এই উপজেলায়। এটা অনেকটা টর্নেডোর মতো ছিল। পরে ঘূর্ণিঝড়টি ঢালচরের পূর্ব দিকে ধেয়ে যায়। এতে ঢালচর ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও গাছপালা উপড়ে যায়। কিছু মাছ ধরার ট্রলারও ডুবে যায়। পরে জেলেদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়েছে।

উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকররি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, ঝড়ে তার ইউনিয়নের বহু ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। টিনের ঘরের চাল উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলেছে। কয়েকটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে উপজেলা নির্বার্হী কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে।

ইউএনও নওরীন হক জানান, ঢালচর, চরকুকরি মুকরি ও জাহানপুরসহ বেশ কিছু ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেছে। এতে প্রায় ২১৯টি ঘর-বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত তৈরি করা হবে।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
সামিট-ইউনাইটেডসহ ১৫৮ বিদ্যুৎকেন্দ্রের নথি নিল দুদক, ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট ১ লাখ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা