খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি. ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৩, ২০:৩৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সমবয়সী দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনতাসির (২) ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং অপর শিশু হাবিবা আক্তার (৩) রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। সম্পর্কে তারা একে অপরের মামাতো ফুফাতো ভাই বোন।

নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো।খেলা করার কোন একসময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখু্ঁজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে অবশেষে বাড়ীর পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পাওয়া যায়।

পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা