খেলতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি. ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৩, ২০:৩৫
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে সমবয়সী দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনতাসির (২) ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং অপর শিশু হাবিবা আক্তার (৩) রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। সম্পর্কে তারা একে অপরের মামাতো ফুফাতো ভাই বোন।

নিহতের স্বজনরা জানান, সকালে দুই মামাতো ফুফাতো ভাই বোন হাত ধরে উঠানে খেলা করছিলো।খেলা করার কোন একসময় বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখু্ঁজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে অবশেষে বাড়ীর পাশের পুকুরে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পাওয়া যায়।

পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কান্তি সরকার জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। পারিবারিকভাবে তাদের দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা