শ্রীপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ
বিএনপি ঘোষিত অবরোধকে কেন্দ্র করে গাজীপুরে মহাসড়কের উপর দুটি ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ কয়েকজন যুবক এসে মহাসড়কের উপর একাধারে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পরপরই কিছু দূরে আরও একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। যার ফলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার সঙ্গে জড়িত কারো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ কাণ্ডে জড়িত তাদের ব্যাপারে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/ইএইচ)