শ্রীপুরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ, পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ২০:৫৯| আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২১:১৮
অ- অ+

বিএনপি ঘোষিত অবরোধকে কেন্দ্র করে গাজীপুরে মহাসড়কের উপর দুটি ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর থানার মাওনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ কয়েকজন যুবক এসে মহাসড়কের উপর একাধারে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এর পরপরই কিছু দূরে আরও একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। যার ফলে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনার সঙ্গে জড়িত কারো তথ্য পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানান, এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কে বা কারা এ কাণ্ডে জড়িত তাদের ব্যাপারে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা