আপাতত বরখাস্তই থাকছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৩, ১১:২৮| আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৩:৪১
অ- অ+

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্ত আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে বরখাস্তই থাকছেন সৈয়দ জাহাঙ্গীর।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন। জাহাঙ্গীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত বছরের ১৫ জুন স্থানীয় সরকার বিভাগ দিনাজপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলমকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। এর পর গত বছরের ২০ জুন ওই আদেশ স্থগিত করেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাকে বরখাস্ত করা কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ নিয়ে তৃতীয়বারের মতো সাময়িকভাবে বরখাস্ত করা হয় সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা