ঢাকা টাইমস প্রথম বলেছিল ঢাকা-১০ আসনে নৌকার মাঝি হবেন সাকিব

সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। ক্রিকেটার সাকিব আল হাসানকেই ঢাকা-১০ আসনে মনোনয়ন দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ! প্রার্থিতায় টিকে গেলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে ভোটে লড়তে দেখা যাবে বিশ্বসেরা অল-রাউন্ডারকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-১০ আসনে সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। আলোচনার মাত্রা বাড়িয়েছে এদিন সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাকিব আল হাসানের গমন। সেখানে তিনি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে দেখা করে প্রায় আধাঘণ্টা কথা বলেন।
গত ৪ অক্টোবর ঢাকা টাইমস সবার প্রথম ‘সাকিব আল হাসানই আওয়ামী লীগের তুরুপের তাস! সংসদ নির্বাচনে প্রার্থী হবেন ঢাকা-১০ আসনে’ শিরোনামে খবর প্রকাশ করে। নির্ভরযোগ্য সূত্রে ঢাকা টাইমস জানতে পারে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে তার ওপরই ভরসা রাখছে।
প্রতিবেদনে বলা হয়েছিল, সবকিছু ঠিকঠাক থাকলে ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসনে সাকিব আওয়ামী লীগের প্রার্থী হবেন। এ নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গেও সাকিবের কথা হয়েছে। একাধিক ঘনিষ্ঠ সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।
সাকিব আল হাসান সবশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন গত ১১ সেপ্টেম্বর। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার পর সাকিব সংসদে হাজির হন।
গতবার সাকিব মাগুরা-১ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে গণমাধ্যমে খবরও এসেছিল। সেবার প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাকিবকে খেলায় মনোযোগ দিতে বলেছিলেন। এরপর সাকিব আল হাসান গণমাধ্যমকে বলেছিলেন, তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। নির্বাচন করবেন না।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন