ঘরে গৃহবধূর লাশ রেখে স্বামী-শাশুড়ি উধাও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৩, ২২:১৫
অ- অ+

গাজীপুরে পপি আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ ঘরে রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পপি আক্তার বাগচালা উত্তর পাড়া গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী।

খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে পারিবারিক কলহের জেরে বসত ঘরের দরজা বন্ধ করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন পপি আক্তার। পরে পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে বাহির থেকে ডাকাডাকি করেন। এক পর্যায়ে কোন সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে গৃহবধূ পপির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। এদিকে এ ঘটনার পর থেকেই নিহত পপির স্বামী রাজ্জাক ও তার শাশুড়ি পলাতক রয়েছেন।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শাশুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা