নড়াইলে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় সাংবাদিক পরিচয়ে কৃষকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা কামাল (২৫) ও সম্রাট তালুকদার (২৩)। মোস্তফা মির্জাপুর গ্রামের নাজির শেখের ছেলে এবং সম্রাট ছোট কালিয়া গ্রামের সোহেল তালুকদারের ছেলে।
কৃষকের স্ত্রী শোভা বেগম বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল নিজেকে ঢাকার সাংবাদিক পরিচয় দিয়ে ছোটকালিয়া গ্রামের কৃষক নান্নু শেখের কাছে ফোন করে তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ আনেন। বৃহস্পতিবার বিকালে ফোনে নান্নুকে ওই সাংবাদিক টিম নিয়ে তদন্তে আসবেন বলে হুমকি দেন।
এরপর সন্ধ্যায় মোস্তফা ও সম্রাট কৃষকের বাড়িতে গিয়ে তাকে মাদক বিক্রেতা আখ্যায়িত করে ৫০ হাজার টাকা দাবি করে। নান্নু শেখ টাকা দিতে না পারায় পরদিন শুক্রবার সকালে টাকা দিতে নির্দেশ দিয়ে চলে যায়। শুক্রবার সকাল ১০ টার দিকে ওই দুইজনসহ আরো ৩ জন নান্নু শেখের বাড়িতে গিয়ে নিজেদেরকে দৈনিক গণতদন্ত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবি করে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে সন্দেহ হলে দুইজনকে আটক করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক মোস্তফা ও সম্রাট বলেছেন, নান্নু একজন মাদক বিক্রেতা। তাই তারা তদন্ত করতে তার বাড়িতে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় শোভা বেগম বাদী হয়ে সাংবাদিক পরিচয়দানকারী দুজন, অজ্ঞাত আরো ৩ জনসহ ৫ জনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, আটককৃতরা বাদীর অভিযোগের সঠিক জবাব দিতে না পারায় এবং মামলা দায়ের করলে তাদের চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।
(ঢাকাটাইমস/২৫ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন