এইচএসসিতে রাজবাড়ীতে শ্রেষ্ঠ বহরপুর কলেজ

চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাশের হারে রাজবাড়ী জেলার শীর্ষে রয়েছে বহরপুর ডিগ্রী কলেজ। এই কলেজের পাসের হার ৮৮. ৮৯ শতাংশ। ফলাফলে বহরপুর ডিগ্রী কলেজ বরাবরের মতো এবারও জেলার শ্রেষ্ঠ কলেজ হওয়ার গৌরব অর্জন করেছে।
বহরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. খায়রুল হাসান মিন্টু বলেন, কলেজের শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট। আমাদের কলেজ থেকে এ বছর ২৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২২৪ জন পাশ করেছে। এর মধ্যে ৮ জন জিপিএ ৫ পেয়েছে।
বহরপুর কলেজের শিক্ষকরা নিরলসভাবে পাঠদান করে থাকেন। এছাড়া পাঠদানে পাশাপাশি নিয়মিত ক্লাস পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের ফলাফল ভালো হচ্ছে।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন