ঘরোয়া ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন তামিম?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ২০:০৭| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২০:২৭
অ- অ+

দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নিয়ে দেশের ক্রিকেট উত্তাল দীর্ঘ দিন ধরেই। অভিমানে ক্যাপ্টেনসি ছেড়ে দিয়ে অবসরের ডাকও দেন তামিম। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও ভারত বিশ্বকাপে খেলা হয়নি তার। তবে ধারণা করা হচ্ছিল বিশ্বকাপ শেষে দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে ফিরবেন তিনি। কিন্তু তামিম ইকবাল ঘোষণা করলেন এই টেস্টে পাওয়া যাবে না তাকে।

জাতীয় দলে কবে ফিরবেন তা নিয়ে জল ঘোলা কম হয়নি হয় টাইগারদের ক্রিকেটে। সেই আলোচনার সমাপ্তি টানতেই আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তাঁর বাসভবনে বসেন এই ওপেনার।

তবে সেখান থেকেও আসেনি তেমন কোনো আশাবাদী উত্তর। এরপর নিজের বাসভবন বনানীতে এক সংবাদ সম্মেলনে ডাক দেন তিনি।

সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেননি তামিম। বাঁহাতি ওপেনার বলেছেন, আমার ইসুতে কালকের খেলায় কোনো প্রভাব না পরুক৷ জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরব।

বোর্ড সভাপতির সঙ্গে গতকাল বসার কথা থাকলেও নির্বাচনের নমিনেশন নিয়ে বোর্ড সভাপতি ব্যস্ত থাকায় আজকে তিনি বোর্ড সভাপতির সঙ্গে আলোচনায় বসেন এবং কাল বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামার আগে নিজের বক্তব্য গণমাধ্যমকে জানাচ্ছেন। তার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তিনি চান না তার জন্য কালকে বাংলাদেশের খেলায় কোনো প্রভাব পরুক।

তিনি আরও বলেন, তিনি বোর্ড প্রেসিডেন্টকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে জানিয়েছেন। তবে তা গণমাধ্যমেকে এখন জানাতে চান না। বিপিএলের পর সবটা জানাবেন।

তামিম আরও বলেন প্যাঁচ-গোচ আমার পছন্দ না। তাই আমি আজ আপনাদেরকে ডেকেছি সবটা ক্লিয়ার করার জন্য। বোর্ড সভাপতি ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা রেখেই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছি। সঙ্গে তিনি ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তিনি। সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।

বলেন, আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন না জানালেও আপনারা অনেকে ধারণা করতে পারছেন সেটি কী।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/এনডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ বাংলাদেশি
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা