বাপ্পী লাহিড়ী কেন গলাভর্তি সোনার গয়না পরতেন জানেন?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ০৮:১২

কয়েক দশক ধরে ভারতীয় সিনেমার সংগীত জগতে রাজত্ব করেছেন লেজেন্ডারি সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী। আজও তার গানের জনপ্রিয়তা তুঙ্গে। বলিউডের রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই।

সংগীতের সঙ্গে বাপ্পীর প্রেম এক্কেবারে ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন এই লেজেন্ডারি মিউজিক কম্পোজার। তার অনুপ্রেরণা ছিলেন শচীন দেব বর্মণ।

১৯৭২ সালে বাংলা সিনেমায় হাতেখড়ি হয় বাপ্পী লাহিড়ীর। ঠিক তার পরের বছরই বলিউডে ডেবিউ করেন তিনি। তবে বাপ্পীর গান নজরে আসে তাহির হুসেন পরিচালিত ‘জখমি’ সিনেমায়। বাকিটা ইতিহাস। ডিস্কো ডান্সার, শরাবি, নমক হালাল, ডান্স ডান্সসহ একাধিক সিনেমায় শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

বাপ্পী লাহিড়ীর প্রথম ভালোবাসা গান হলেও তার অন্যতম প্রেম ছিল সোনার গয়না। গয়নার প্রতি তার ভালোবাসা নজরকাড়া। তার জুয়েলারি কালেকশন ছিল যেকোনো গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। কিন্তু কেন এতো গয়না পরতে ভালোবাসতেন তিনি?

জীবতাবস্থায় একটি সাক্ষাৎকারে বাপ্পী লাহিড়ী জানিয়েছিলেন গয়নার প্রতি তার ভালোবাসার কারণ। এ কাজে হলিউডের কিংবদন্তি মিউজিশিয়ান এলভিস প্রেসলির দ্বারা তিনি অনুপ্রাণিত হন বলে জানিয়েছিলেন বাপ্পী।

তিনি বলেন, ‘এলভিস প্রেসলি সোনার চেইন পরতেন। আমি সেটা খুবই পছন্দ করতাম। সে সময় আমি ভাবতাম, যখন আমি প্রতিষ্ঠিত হব তখন আমি নিজের একটা আলাদা ইমেজ তৈরি করব। এরপর যখন আমি সফল হই। সোনা কেনার আর্থিক ক্ষমতা অর্জন করি। তখন আমি একের পর এক গয়না কিনি। সোনা আমার জন্য খুবই লাকি।’

গত বছরের ১৫ ফেব্রুয়ারি মারা যান বলিউডের এই খ্যাতিমান গায়ক, সুরকার ও সংগীত পরিচালক।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :