রাজবাড়ী-২: নৌকা না পেয়ে স্বতন্ত্র লড়বেন কৃষক লীগ নেতা নূরে আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৭| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৭
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার রাজবাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ বিষয়ে নূরে আলম সিদ্দিকী হক বলেন, যেহেতু দল থেকে মনোনয়ন বঞ্চিতদের নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা-নিষেধ নেই, সেহেতু আমার কর্মী-সমর্থকদের অনুরোধে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নের ঘোষণা দিয়েছি।

নৌকার বিরুদ্ধে কেন প্রার্থী হচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘নৌকা বা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আমি নির্বাচন করছি না, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আওয়ামী লীগের বিকল্প প্রার্থী হতে যাচ্ছি। দল যেহেতু সুযোগ দিয়েছে তাই নির্বাচনে অংশ নিচ্ছি। ’

উল্লেখ্য, রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে দলীয় প্রতীক নৌকা পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। আর রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী।

এরা দুইজনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিলেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএম/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানে কারেন্ট পোকার আক্রমণ, দিশেহারা জামালপুরের কৃষক 
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা