জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিলেন কেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:২৩
অ- অ+

সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার কেন উইলিয়ামসন। একবার নয় দুই দুইবার বাংলাদেশি ফিল্ডারদের ব্যর্থতায় জীবন পান তিনি। আর জীবন পেয়েই তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডাউনে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। একপ্রান্তে অন্য ব্যাটাররা আসা যাওয়ার মিছলে থাকলেও তিনি আগলে রাখেন অন্যপ্রান্ত।

৬টি চারের মাধ্যমে ৭৫ বলে তুলে নেন ৫০ রান । আর ১৮৯ বলে তুলে নেন ১০০ রান। যার মধ্যে রয়েছে ১১ টি চারের মার।

তবে ৬৩ রানের মাথায় ফিরে যেতে পারতেন তিনি। তাইজুলের বলে মিড উইকেটে ক্যাচ তুলে তিনি। তবে মিড উইকেটে দাঁড়ানোর তাইজুল ইসলাম ব্যর্থ হন ক্যাচটি তালুবন্দী করতে। যার ফলে জীবন পান তিনি।

এরপর ব্যক্তিগত ৭০ রানের মাথায় আবারও জীবন ফিরে পান উইলিয়ামসন। এবার উইলিয়ামসনের ক্যাচ মিস করেন শরিফুল ইসলাম। নাঈম হাসানের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। কিন্তু শরিফুল ব্যর্থ হন ক্যাচটি তালুবন্দী করতে। দুই দুইবার জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। আর বাংলাদেশ পুড়ছে সুযোগ মিসের আক্ষেপে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, আহত ৫
বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে: মঈন খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা