টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ঢাকায় গ্রেপ্তার

ঢাকা থেকে গ্রেপ্তার হলেন গাজীপুরের টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বৃহস্পতিবার রাত ৯টায় উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার নামে নাশকতার পরিকল্পনা মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৬ অক্টোবর টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনাকালে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সে সময় তাদের দেওয়া তথ্য মতে, ৬৯ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার ৫৯ নম্বর আসামি হিসাবে পলাতক ছিলেন জাবেদ আহমেদ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টর থেকে বিএনপি নেতা জাবেদ আহমেদ সুমনকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন