দ্বাদশ জাতীয় নির্বাচন: কোন দলে কত প্রার্থী জানাল ইসি

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শেষ হয়েছে মনোনয়ন দাখিল কার্যক্রম। নিবন্ধিত দলগুলোর মধ্যে মোট ৩২ রাজনৈতিক দল থেকে এবার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব দল ও স্বতন্ত্র মিলে সারা দেশের রিটার্নিং অফিসে ২৭১৩ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়।
ইসি জানায়, দ্বাদশ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৩২টি নিবন্ধিত দলের ১৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।
কোন দল কতটি আসনে প্রার্থী দিয়েছে
আওয়ামী লীগ ২৯৮টি, জাতীয় পার্টি ২৮৬টি, তৃণমূল বিএনপি ১৫১, জাসদ ৯১, ইসলামী ঐক্যজোট ৪৫, জাকের পার্টি ২১৮, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, গণফ্রন্ট ২৫, গণফোরাম ৯, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, বাংলাদেশ মুসলিম লীগ ২, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৩, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭, জাতীয় পার্টি (জেপি) ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ৬, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬, বিকল্প ধারা বাংলাদেশ ১৪, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, বাংলাদেশ খেলাফত মজলিস ১, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ৫৫, বাংলাদেশ কংগ্রেস ১১৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২। রাজনৈতিক দলের মোট মনোনয়নপত্র দাখিলের হয়েছে ১৯৬৬টি। স্বতন্ত্র ৭৪৭টি।
এদিকে আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাইবাছাই। চলবে আগামী সোমবার পর্যন্ত। মনোনয়ন যাচাইবাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন