শেরপুরে অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১০
অ- অ+

শেরপুর জেলা শহরের রাজাবাড়ীতে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে মরহুম অ্যাডভোকেট ফরহাদের বাসায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ৫টি পরিবারের সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় পরিবারগুলো।

ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারে নগদ টাকা, অলঙ্কারসহ অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনার পরপরই জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের মূল কারণ জানা যাবে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা