চিত্রনায়িকা মাহির মনোনয়ন বাতিল, কারণ…

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১১| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭
অ- অ+

বাতিল হয়ে গেল চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন। রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। তবে রবিবার সকালে যাচাই-বাছাই শেষে অভিনেত্রী মনোনয়ন বাতিল করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।

কিন্তু কেন বাতিল হলো মাহিয়া মাহির মনোনয়ন?

জেলা প্রশাসক বলেন, ‘স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহি যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এরমধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি।’

শামীম আহমেদ আরও জানান, ‘তিনজনের মধ্যে দুজনের তথ্য সঠিক ছিল না। একজন আবার চাঁপাইনবাবগঞ্জের ভোটার। তাই মাহির প্রার্থিতা বাতিল করা হয়েছে।’

এ বিষয়ে মাহিয়া মাহির বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন সদ্য রাজনীতিতে আসা মাহি। সেখান থেকে দল মনোনয়ন দিয়েছে বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমানকে। এরপর মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

সেই মতো গত বৃহস্পতিবার বিকালে রাজশাহীর রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন এই নায়িকা। কিন্তু যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে গেল মাহির মনোনয়ন। নায়িকা আপিল করবেন কি না, ফোন না তোলায় তা জানা যায়নি।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। সে বার তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

গত বছরের ২৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে মাহি দুটি পদ পান। এর মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হন এবং রাজশাহী বিভাগীয় কমিটিতে পান আহ্বায়কের দায়িত্ব। শুরু হয় রাজনীতিতে মাহির পথচলা।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা