নাশকতা মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩২| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৮
অ- অ+

নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার তিনি জামিন পান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার গুলশানের বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া বলে অভিযোগ করেছিল বিএনপি।

পরদিন ১৮ অক্টোবর রাজধানীর বাড্ডার থানায় নাশকতার অভিযোগে করা মামলায় তাকে আদালতে পাঠানো হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তখন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, রুহুল কুদ্দুস তালুকদারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দাবি করেন, রুহুল কুদ্দুস তালুকদার তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিনে আছেন।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
স্থানীয় চেয়ারম্যান-মেম্বরের ইন্ধনে মুরাদনগরে ট্রিপল মার্ডার: র‍্যাব
যারা পিআর নির্বাচন চাইছে তারা ‘চরের দল’: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা