ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৫
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ৩৩টি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হচ্ছে।

এ বিষয়ক একটি আদেশ ডিএমপি সদর দপ্তরে প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশে ওসিদের বদলি করা হচ্ছে বলে ডিএমপি সূত্র জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার ঢাকা টাইমসকে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশে ডিএমপির ৫৩টি থানার মধ্যে ৩৩টি থানার ওসিদের বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বদলির আদেশ আজকেই (রবিবার) পাঠিয়ে দেওয়া হবে। এই ৩৩টি থানায় নতুন ওসি যোগদান করবেন।’

দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘মাঠ পর্যায়ের তথ্যের ভিত্তিতেই তাদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বদলির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।’

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এইচএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা