বগুড়ার শেরপুরে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ২০:৫৩| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৮
অ- অ+

বগুড়ার শেরপুরে অভিমানে গলায় ফাঁস দিয়ে জয়ীতা কুন্ডু (১৩) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার দুপুর ২টার দিকে শেরপুর পৌরসভার শ্রীরামপুর এলাকায় নিজ ঘর থেকে তার মরহেদ উদ্ধার করা হয়।

মৃত জয়ীতা কুণ্ডু শেরপুর পৌরসভার শ্রীরামপুর এলাকার অসিম কুন্ডুর মেয়ে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়ীতা কুন্ডু পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। কিন্তু নবম শ্রেণির ফাইনাল পরীক্ষায় রেজাল্ট খারাপ করে। এতে স্কুলেই সে কান্নাকাটি করে। পরে বাড়িতে এলে ওই বিষয়টি বাবা-মাকে জানায়। এতে তারা বকাবকি করলে অভিমানে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা