বগুড়ার শেরপুরে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে অভিমানে গলায় ফাঁস দিয়ে জয়ীতা কুন্ডু (১৩) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার দুপুর ২টার দিকে শেরপুর পৌরসভার শ্রীরামপুর এলাকায় নিজ ঘর থেকে তার মরহেদ উদ্ধার করা হয়।
মৃত জয়ীতা কুণ্ডু শেরপুর পৌরসভার শ্রীরামপুর এলাকার অসিম কুন্ডুর মেয়ে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়ীতা কুন্ডু পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। কিন্তু নবম শ্রেণির ফাইনাল পরীক্ষায় রেজাল্ট খারাপ করে। এতে স্কুলেই সে কান্নাকাটি করে। পরে বাড়িতে এলে ওই বিষয়টি বাবা-মাকে জানায়। এতে তারা বকাবকি করলে অভিমানে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
(ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন