কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬
অ- অ+

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা এলাকায় মনির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।

সোমবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন উক্ত এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় নিহত মনিরের ছেলে আব্দুল্লাহ (২৫) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মেয়ে মিলি খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই আব্দুল্লাহ ঘরের দরজা এবং জানালা তৈরি করতে দেয় চাচা আমিরুলের কাছে। পরে আব্দুল্লাহ টাকার অভাবে জানালা নেবে না বলে চাচাকে জানিয়ে দেয়। কিন্তু রাতে জানালা নিতে হবে বলে বাড়িতে আসে চাচা। এসে জানালা না নেওয়ায় তাকে মারধর করে বাড়িতে ফিরে যায়। রাত ৯টার সময় মনির হোসেনের চাচাতো ভাই মৃত আমেদ আলীর ছেলে আমিরুল তার ভাই নাজমুল, এনামুল, মিনা ও কালু লাঠি নিয়ে বাড়িতে এসে আব্দুল্লাহকে মারধর করে । এসময় আমার বাবা মনির হোসেন ঠেকাতে গেলে তাকেও মারধর করে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের লোকজন এসে প্রতিবেশীদের সহযোগিতায় আব্দুল্লাহকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।’

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।’

(ঢাকাটাইমস/০৫ ডিসেম্বর/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা