মিরপুরের উইকেট নিয়ে দ্বিধায় রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও

নিবেদিতা বিনতে ওয়াদুদ, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৫:২২
অ- অ+

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস তৈরি করা টাইগাররা এবার মুখিয়ে আছে কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের জন্য। আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কিউিইদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামবে টিম টাইগার্স। তবে তার আগে আলাচনার কেন্দ্রবিন্দুতে মিরপুরের উইকেট।

মিরপুরের উইকেট নিয়ে আলোচনা এখন সর্বত্র। এমনকি টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও মিরপুরের উইকেট নিয়ে রয়েছেন দ্বিধায়। আজ মিরপুরে টেস্টপূর্ব সংবাদ সম্মেলনে এসে নিজের সেই দ্বিধা এবং সংশয়ের কথা জানাতে ভুলেন তিনি।

তিনি বলেন, 'এই টেস্ট মিরপুরে, যেখানে মাঝে মাঝে আপনি কয়েকটা সেশন খেলার আগপর্যন্ত পিচ সম্পর্কে বুঝতে পারবেন না। কারণ এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো ক্রিকেট পিচে এত খেলা হয়। তবে আমরা তেমন একটা পরিবর্তনের কথা এই মুহূর্তে ভাবছি না।’

বাংলাদেশে বাড়তি পাওয়া সম্পর্কে হাথুরু বলেন, 'আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায় এসব টেকটিক্যাল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। ৩ পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে স্কিল আছে সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।'

ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, 'পরিকল্পনা আমি এভাবে বলবোনা। সব নির্ভর করবে কন্ডিশন, পিচ এবং আমাদের শক্তিমত্তা ও তাদের সীমাবদ্ধতার ওপর। সিলেটে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি, পুরো পাঁচ দিনই। আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি।'

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশেমের কফিন কাঁধে ছাত্র-জনতার মিছিল, আ.লীগ নিষিদ্ধের দাবি
প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল 
অ্যাম্বুলেন্সে অক্সিজেন মাক্স পড়ে শুয়েছিলেন রোগী, অতঃপর গন্তব্য ডিবি অফিস!
জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি গুমের শিকার মানুষদের মুক্তি: উপদেষ্টা মাহফুজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা