ঘোড়াঘাটে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় চুরি, ২ চোর আটক

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:২৪ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯

দিনাজপুরের ঘোড়াঘাটে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা থেকে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই চোরকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কানাগাড়ী-হরিপাড়া বাজারে স্থানীয় মোহাবুল ইসলামের মালিকানাধীন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।

আটকৃতরা হলেন, নীলফামারী সদর উপজেলার দোলুয়া-মুসলিমপাড়া গ্রামের মঈনুল ইসলাম (৩৩) ও দিনাজপুরের খানসামা উপজেলার ভেরভেরী গ্রামের মিজান মিয়া (৩৫)।

ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাখার মালিক মোহাবুল ইসলাম জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি অফিসের পেছনে যান। এ সময় অফিসের সামনে থাকা দুই যুবকের একজন অফিসে প্রবেশ করে ড্রয়ারে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ওই যুবকদের আটক করে। পরে স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করেছে। গণপিটুনিতে আহত হওয়ায় আটক দুই যুবককে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার শামীমা জানান, ‘পুলিশ দুজনকে হাসপাতালে নিয়ে এসেছে। তবে তাদের জটিল কোনো সমস্যা ছিল না। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই যুবক পুলিশ হেফাজতে রয়েছে। চুরি যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আটক মইনুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি এবং মিজানের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

হরিরামপুর উপজেলা নির্বাচন: সম্পদে ছাত্রলীগ নেতা, মামলায় এগিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা

তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় স্বামী জেলহাজতে

সরাইলে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

গজারিয়া নিখোঁজের দুই দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার 

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদে উপনির্বাচন  সম্পন্ন

গজারিয়ায় ডাকাত রাসেল গ্রেপ্তার 

রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে: আমু 

অসুস্থ বাবাকে দেখতে চাওয়ায় স্ত্রীকে খুন করলো স্বামী

সিরাজদিখানে তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৬ শিক্ষার্থী 

পটুয়াখালীতে খালে ভেসে এলো অচেনা বস্তু, ধারণা ‘টর্পেডো’

এই বিভাগের সব খবর

শিরোনাম :