মিরপুর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারের বেহাল দশা

যেকোনো খেলার প্রাণ বলা হয় দর্শকদের। দর্শকদের কারণেই ভালো খেলার উৎসাহ পান খেলোয়াড়রা। তবে সেই দর্শকদের প্রতি অবহেলা দেখা গেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গ্যালারিতে নেই ভালো চেয়ার। কোনো কোনো চেয়ার ভাঙা, আবার কয়েক জায়গায় অস্তিত্বই নেই চেয়ারের। এ অবস্থায় প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়বদ্ধতা নিয়ে।
ব্যর্থ এক বিশ্বকাপ শেষে দেশে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে কিউইদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করে টিম টাইগার্স। এবার টাইগারদের লক্ষ্য কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। টাইগারদের এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে হাজারো ক্রিকেটপ্রেমী স্টেডিয়ামে বসে উপভোগ করতে চান টেস্ট ম্যাচটি। কিন্তু হাজারো ক্রিকেটপ্রেমীর প্রতি অবহেলা দেখালো বিসিবি।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভালো থাকা চেয়ারগুলোতেও জমেছে ধুলোবালুর আস্তর। পরিচ্ছন্নতাকর্মীরা চেয়ারের নিচের ফ্লোর ঝাড়ু দিয়েই চলে গেলেন। চেয়ারগুলো ময়লাই পড়ে রইল। নিজের গাঁটের টাকা খরচ করে এসব নোংরা চেয়ারে বসে খেলা দেখতে হবে দর্শকদের! এমনকি ভাঙা চেয়ারে দুর্ঘটনারও শিকার হতে পারেন যে কেউ।
প্রসঙ্গত, বুধবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন