কুমিল্লায় বাসে আগুন

কুমিল্লা নগরীর সদর দক্ষিণ উপজেলা উনাইসার এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহতের হয়নি। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পরে বাসে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনগণ তা নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে সম্পূর্ণ বাসটি আগুনে পুড়ে যায়। ইতোমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জিহান ফুটওয়্যার (প্রা.) লিমিটেড কোম্পানির একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে এ সময় বাসে চালক, হেলপার কিংবা কোম্পানির কোনো স্টাফ ছিল না।
জানতে চাইলে পার্শ্ববর্তী ইপিজেড পাড়ির পরিদর্শক মো. কবির হোসেন জানান, ঘটনাটি ভোর ৪টার দিকে ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমার সদস্যদের নিয়ে ছুটে যাই। ততক্ষণে গাড়ির সিটগুলো পুড়ে যায়। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।
বুধবার সকাল থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এ কর্মসূচি শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত চলবে। এর মধ্যে নগরীতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
(ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন