এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজে এবং বারো আউলিয়া ডিগ্রি কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, বারো আউলিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরীসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন