ই-ক্যাব সদস্যদের জন্য ওস্তাদজীর কোর্সে শতভাগ ছাড়!

দেশের ই-কমার্স উদ্যোক্তা সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও স্মার্ট শিক্ষাসেবা প্রতিষ্ঠান ওস্তাদজী’র মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার বনানীর ২৩/এ রোডে অবস্থিত ই-ক্যাব কার্যালয়ে এই সমঝোতা স্মারকে ই-ক্যাবের পক্ষে স্বাক্ষর করেন ই-ক্যাবের মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হোসনেয়ারা নুরী নওরিন ও ওস্তাদজী'র ব্যবস্থাপনা পরিচালক জুলিয়াস সিজার তালুকদার৷
এই সমঝোতা স্মারক অনুযায়ী ই-ক্যাবের সব সদস্য ওস্তাদজীর অনলাইন কোর্সে শতভাগ, অফলাইন ও হাইব্রিড কোর্সে ৯০ শতাংশ এবং অন্যান্য সব শিক্ষাসেবায় ৫০ শতাংশ ছাড় পাবেন৷
জুলিয়াস সিজার তালুকদার বলেন, দেশের ই-কমার্স উদ্যোক্তাগণকে ঐক্যবদ্ধ করে ই-ক্যাব দেশের ডিজিটাল অর্থনীতিকে সমৃদ্ধ করছে ও ভবিষ্যত বিকাশ নিশ্চিতকল্পে সার্বক্ষণিক কাজ৭৭ করছে। এই সংগঠনের ভিশন বাস্তবায়নে আমরা সঙ্গী হতে পেরে আনন্দিত ও গর্বিত৷
হোসনেয়ারা নুরী নওরিন বলেন, ওস্তাজী’র কাছে আমাদের প্রত্যাশা হলো এই প্রতিষ্ঠানটি ই-কমার্স উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহী করে স্মার্ট অর্থনীতিতে অবদান রাখবে। আমরা একসঙ্গে অভিনব কিছু উদ্যোগের চিন্তা করছি।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এসকে/কেএম)

মন্তব্য করুন