ইসিতে যারা আপিল করেছেন শতভাগ ন্যায়বিচার পাবেন: অশোক কুমার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৭

রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া যেসব প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন, তারা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‘আগামীকাল আমাদের আপিল প্রক্রিয়া শেষ হয়ে যাবে। যারা আপিল করেছেন তারা এখান থেকে শতভাগ ন্যায়বিচার পাবেন।’

শুক্রবার আপিল কার্যক্রমের চতুর্থ দিনে আঞ্চলিক বুথগুলো পরিদর্শন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে আসা আপিলগুলোতে প্রার্থীদের বিরুদ্ধে যদি প্রমাণ পান, বাতিল করবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই। আইনে আছে, এবার আরপিও সংশোধন হয়েছে। আগে ছিল রিটার্নিং অফিসারের রিজেকশনের বিরুদ্ধে আপিল। আরপিওতে আছে, শুধু রিটার্নিং অফিসারের রিজেকশন নয়, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। অ্যাকসেপ্টেন্সের বিরুদ্ধেও আপিল হবে, রিজেকশনের বিরুদ্ধে আপিল হবে। যেহেতু আইনে আছে, কমিশন যথাযথ সিদ্ধান্ত নেবে।’

যারা মনোনয়ন জমা দিতে পারেননি তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হবে এ প্রশ্নে ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘সময়মতো হাজির হয়ে যদি তারা মনোনয়ন জমা দিতে না পারেন, তারা তো হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট যদি নির্দেশনা দেন তাহলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।’

তিনি বলেন, ‘৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩ দশমিক ০৮ শতাংশ।’

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি: রিজওয়ানা হাসান 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদীকে শোকজ

বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, রহিত হবে মামলা: আসিফ নজরুল 

ছাত্র-জনতার বিপ্লবে বিদেশি শক্তির কৃতিত্ব নেই: মাহমুদুর রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সরকারি সফরে চীন গেলেন বিমান বাহিনী প্রধান

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন 

আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্তাকারীদের পরিচয় জেনে নিন…

'শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি গণভবন স্মৃতি জাদুঘরে রাখা হবে'

এই বিভাগের সব খবর

শিরোনাম :