নড়াইল হানাদারমুক্ত দিবস আজ
আজ ১০ ডিসেম্বর (রবিবার) নড়াইল হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে নড়াইল থেকে পাকবাহিনীকে বিতাড়িত করে হানাদারমুক্ত হয় নড়াইল জেলা।
এর আগে কালিয়া এবং ৮ ডিসেম্বর লোহাগড়া মুক্ত হয়। এরপর বীর মুক্তিযোদ্ধারা একত্র হয়ে ৯ ডিসেম্বর নড়াইল শহরে অবস্থান করেন। ১০ ডিসেম্বর ভোরে বীর মুক্তিযোদ্ধারা শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় অবস্থানরত পাকবাহিনীকে ঘিরে ফেলেন। শুরু হয় তুমুল সংঘর্ষ। এ সময় পাকবাহিনীর দুই সৈনিক নিহত হলে অধিনায়ক বেলুচ কালা খান ‘সারেন্ডার সারেন্ডার’ বলে চিৎকার শুরু করেন। পরে কালা খান ২২ জন পাকসেনা ও ৪৫ জন স্থানীয় রাজাকার এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। ওইদিন বেলা ১১টার দিকে নড়াইল হানাদারমুক্ত হয় বলে জানান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর। পরবর্তীতে ১৪ ডিসেম্বর মুক্তি পাগল হাজারো জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)
মন্তব্য করুন