গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরের জয়বাংলা পুকুরপাড়ে শহীদদের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আল-বেলী আফিফা শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান পুলিশ সদস্যরা।
পরে আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর ও উপজেলা প্রশাসনসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পরে এক মিনিট নিরবতা পালনসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৭১-এর ১৪ ডিসেম্বর সংগঠিত গণহত্যার স্মৃতিচারণ করে এবং এই দিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)