লালমনিরহাটের ডিসি এসপি ওসির বদলি চেয়ে ইসিতে স্বতন্ত্র প্রার্থীর আবেদন
লালমনিরহাট- ২ আসনে আওয়ামী মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদের সঙ্গে সখ্যতা থাকার অভিযোগ এনে লালমনিরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার ওসির বদলির জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন।
বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সিইসিকে এ চিঠি পাঠান হালিমা।
চিঠিতে বলা হয়, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ কে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং কালীগঞ্জ থানার ওসিসহ উক্ত কর্মকর্তাদেরকে বদলি করা প্রয়োজন। যেহেতু উক্ত কর্মকর্তারা দীর্ঘদিন যাবত তাদের নিজস্ব কর্মস্থলে কর্মরত আছেন এবং লালমনিরহাট- ২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছে।’
(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএম/এএম/কেএম)
মন্তব্য করুন