আ.লীগের সঙ্গে সমঝোতা না হওয়ার পর জাপা নেতাদের রুদ্ধদ্বার বৈঠক

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৮ | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:০৯

আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির কোনো সমাঝোতা এখনো হয়নি, এমনটাই জানিয়েছেন জাপার একাধিক শীর্ষনেতা আগামীকাল রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও এখন পর্যন্ত কোন কোন আসনে নৌকা প্রত্যাহার হবে তা নিশ্চিত নন দলটির নেতারা

এদিকে, আজ শনিবার রাতে আসন সমাঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাপার বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি সার্বিক বিষয়ে শনিবার সন্ধ্যা থেকে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুলশানের বাসভবনে বৈঠক করছেন দলটির শীর্ষনেতারা বৈঠকে পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেলসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন

বৈঠক সূত্রে জানা গেছে, সমাঝোতার শুরুতে আওয়ামী লীগ যতটি আসনে ছাড়ের কথা বলেছিল শেষ মুহূর্তে তারা কথা রাখেনি বৈঠকে সবার উপস্থিতিতে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির বিক্ষুব্ধ নেতাদের বক্তব্য তুলে ধরে ওবায়দুল কাদেরের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন জবাবে বিষয়টি দ্রুত আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান ওবায়দুল কাদের

এদিকে বৈঠকে উপস্থিত এক নেতা জানান, জাতীয় পার্টি ইতোমধ্যে নির্বাচন প্রত্যাহারের চিঠি তৈরি করে রেখেছে আজকের মধ্যে সরকার যদি আসন সংখ্যা নিয়ে পরিষ্কার না করে তাহলে আগামীকাল রবিবার সকালে প্রথমে প্রেসিডিয়াম সদস্য এমপিদের যৌথসভা অনুষ্ঠিত হবে এবং এর পরই সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা আসতে পারে

জাপার এক এমপি জানান, আওয়ামী লীগ নির্দিষ্ট আসনে নৌকা নিষ্ক্রিয় করার কথা বলছে এগুলো পাগলের প্রলাপ প্রশাসন কোনো অবস্থাতেই নৌকাকে বাদ দিয়ে লাঙ্গলকে সমর্থন দেবে না তিনি বলেন, আওয়ামী লীগ এর আগেও আসন নিয়ে আমাদের সঙ্গে কথা রাখেনি শেষ মুহূর্তে এসে আমাদের বেকাদায় ফেলে দেয় এজন্য আজকে সব সিনিয়র নেতা বৈঠকে বসেছেন রাত যত গভীরই হোক, আজকেই এর ফয়সালা হবে

এদিকে জাপার বনানী কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে অংশ না নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে জাপার নেতাকর্মীরা বিক্ষোভ চলাকালে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু কার্যালয়ে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/ ১৬ডিসেম্বর/জেবি/বিবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

এই বিভাগের সব খবর

শিরোনাম :