চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি যুবক নিহত 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:২১ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বারাদি সীমান্তে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’। গুলিতে সাজিদুল ইসলাম (২৫) ও খাজা মঈনউদ্দিন (৩২) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে উপজেলার দর্শনা থানার কামারপাড়া বারাদি সীমান্তে এ ঘটনা ঘটে।

এ নিয়ে গত তিন মাসে চুয়াডাঙ্গার সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক তিনটি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তিনটি ঘটনায় চার বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে গেলে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে তারা দুইজনই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারাদি ক্যাম্পের হাবিলদার রেজাউল করিম বলেন, নিহতদের মরদেহ এখন পর্যন্ত ভারতে আছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অবৈধভাবে দুই বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানা এলাকায় গেলে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। এর আগে গত ১৫ সেপ্টেম্বর মিজানুর রহমান (৫০) ও ২৭ সেপ্টেম্বর রবিউল হক (৪০) নামে দুই বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :