ভোট বানচালের চেষ্টা মেনে নেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:০২ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৫

কেউ যদি ভোট বানচালের চেষ্টা করে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের সঙ্গে কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। নির্বাচন বন্ধ করার নামে মানুষ পুড়িয়ে ফায়দা নেবে এটা চলবে না।

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের জন্য আমরা উন্নয়ন করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। দেশের মধ্যে যারা ভূমিহীন-গৃহহীন তাদের ঘর করে দিচ্ছি। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছি। আমরা শান্তি চাই। বিশেষ কোনো ফায়দা নিতে ধর্মের নামে এদেশে কেউ রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ, এ দেশের মাটি সবার জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে। আমরা কোনো ধর্মীয় সংঘাত চাই না। যার যার ধর্ম সে সে পালন করবে। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দেবে, সেটাও আমরা চাই না। সব উৎসবে আমরা আনন্দ ভাগাভাগি করি। আনন্দ, সুখ-দুঃখ ভাগাভাগি করে নেই- এটাই আমাদের আনন্দ।

এ সময় প্যালেস্টাইনে ইসরায়েলের চালানো হামলার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিএনপির কাছে আমার একটাই প্রশ্ন মানুষ পুড়িয়ে কী অর্জন করছে তারা? আমরা সংঘাত চাই না, সংঘাত বন্ধ হোক। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে নির্বাচনি ফায়দা করবে এটা এদেশে চলবে না। এই অন্যায় কখনো মেনে নেওয়া যাবে না। মানবতার কল্যাণ করাই ধর্মের শিক্ষা।

শেখ হাসিনা বলেন, আমরা কাজ করি এদেশের মানুষের জন্য। আমরা মানবতার কথা বলি। মহানবী (সা.) ও যিশুখ্রিস্ট মানবতার কথা বলেছেন। আওয়ামী লীগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছি। সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে এই দেশে হাজার বছর ধরে। ধর্ম যার যার উৎসব সবার।

অনুষ্ঠানের শেষে বড়দিন উপলক্ষে একটি কেক কাটেন প্রধানমন্ত্রী ও আগত অতিথিরা।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জেএ/বিবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬

কমলা ভাসিন অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশিদের আবেদনের আহ্বান

কাদের সাহেবরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায়, পেছনে নয়: ডোনাল্ড লু

অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত

মোটরযানের গতিসীমা নির্দেশিকা সড়কে দুর্ঘটনা কমাবে: রোড সেফটি কোয়ালিশন

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ ‘অভাবনীয়’ উন্নতি করেছে: ইউএনএফপিএ

উদ্ভাবনে উপকৃত হবেন কৃষকরা, উৎপাদন বাড়বে ফসলের: কৃষিমন্ত্রী 

সম্পর্ক আরও সুদৃঢ় করতে লু’র সঙ্গে আলোচনা হয়েছে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: লু

এই বিভাগের সব খবর

শিরোনাম :