মুন্সীগঞ্জে প্রশিক্ষণ গাড়ি খাদে পড়ে নিহত ১,আহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭

মুন্সীগঞ্জ সদরে ড্রাইভিং প্রশিক্ষণ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। সোমবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের তালেশ্বরে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার আহমেদ মুন্সীগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।

আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রশিক্ষণ গাড়িটি দিয়ে প্রশিক্ষণার্থী নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য তালেশ্বর থেকে মুন্সীগঞ্জের কাটাখালির দিকে আসছিলো। পথে তালেশ্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে প্রশিক্ষক চালকসহ আহত হয় চারজন। স্থানীয়রা এদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কালাম প্রধান, এই ঘটনায় গুরুতর চারজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৫ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :