কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হতে পারে, আশঙ্কা সাইফুদ্দিন মিলনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯ | প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪

ঢাকা-৭ আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন অভিযোগ করে বলেছেন, সরকারদলীয় প্রার্থীর সরাসরি ইন্ধনে তার কর্মীরা লাঙ্গলের সমর্থকদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। তারা লাঙ্গলের পক্ষে ভোটার স্লিপ বিতরণ করতে দিচ্ছে না। তিনি বলেন, ‘আমার আশঙ্কা নির্বাচনের দিন লাঙ্গলের সকল এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিবে। ইতোমধ্যে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে।’

সোমবার বিকালে পুরান ঢাকার লালবাগ রোডে এক নির্বাচনি সভায় তিনি এসব অভিযোগ করেন। এর আগে হাজী মিলন দিনব্যাপী নয়াবাজার টিনপট্টি, বংশাল, নাজিরা বাজার, উর্দু রোড, আবুল হাসনাত রোড, আগামাসী লেন, আগা সাদেক রোড, নাজিম উদ্দীন রোড, চকবাজার এবং লালবাগ কেল্লা এলাকায় লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

সাইফুদ্দিন আহম্মেদ মিলন বলেন, ‘অত্র এলাকায় লাঙ্গলের পক্ষে জোয়ার ওঠেছে। তবে যেখানে গণসংযোগ করতে গিয়েছি সেখানেই ভোটাররা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন। পুরান ঢাকাবাসী কোনো সন্ত্রাসীদের ভোট দিবে না।’ নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ করলেও কর্ণপাত করছে না বলে অভিযোগ লাঙ্গলের এই প্রার্থীর।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে হাজী মিলনের সাথে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক দ্বীন ইসলাম, ঢাকা মহানগর জাপা নেতা আফতাব গনি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, হুমায়ুন কবির কালা, কামাল হোসেন, কাজী জিয়াউদ্দিন জিয়া, হাজী মিলনের দুই পুত্র রাকিব উদ্দিন আবির, সাকিব উদ্দিন সিফানসহ স্থানীয় জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/জেবি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

এই বিভাগের সব খবর

শিরোনাম :