ড. ইউনূসকে সাজা দেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: এ্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৩১| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:৪৮
অ- অ+

শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি মামলায় সাজা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

সংগঠনের সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ বুধবার এক বিবৃতিতে বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগণের টাকায় পরিচালিত সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজেদের দলীয় স্বার্থে জনগণের বিরুদ্ধে ন্যক্কারজনকভাবে ব্যবহার করছে। বিরোধী মতসহ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও দেশবরেণ্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে বুদ্ধিজীবী ও পেশাজীবীদের মামলা, হামলা, ভয় ও ভীতিসহ সব ধরনের নির্যাতন চালিয়ে বিভিন্নভাবে হেনস্তা করছে। এমনকি পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে তাদেরকে সাজা প্রদানের ব্যবস্থা করছে। এরই ধারাবাহিকতায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সম্মানিত ব্যক্তি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি মামলায় সাজা দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা, উদ্বেগ ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ্যাবের নেতারা বলেন, ‘আমরা মনে করি ড. মুহাম্মদ ইউনূস ন্যায়বিচার পাননি৷ তিনি সরকারের প্রতিহিংসার শিকার, যা ইতিপূর্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সময় তার বিরুদ্ধে দেওয়া মামলা ও তার প্রতি বিদ্বেষপূর্ণ কথাবার্তায় প্রমাণিত হয়।’

তারা আরও বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ড. ইউনূসকে সাজা দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া মানুষের শেষ আশ্রয়স্থল আদালতের ওপর সাধারণ মানুষের আস্থা একেবারেই শূন্যের কোটায় চলে যাবে এবং বিচার ব্যবস্থা হাস্যকর হয়ে যাবে।’

প্রকৌশলীদের শীর্ষ দুই নেতার দাবি, মূলত সরকারের সব ব্যর্থতা আড়াল করার জন্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার এটা একটা নতুন কৌশল মাত্র। এরকম পরিস্থিতি সৃষ্টির কারণে সারা বিশ্বে বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত। তাই এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।’

বিবৃতিতে স্বাক্ষর করেছেন এ্যাবের দপ্তর সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা