সুনামগঞ্জে নাশকতার চেষ্টায় চার জায়গায় আগুন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৩:১২
অ- অ+
আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে নাশকতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টায় চার জায়গায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১১টা ও ৩টার দিকে পৃথক এসব ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১১টার দিকে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মোদাহরপুর ও আহম্মদপুর গ্রামে তিনটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে।

অপরদিকে রাত তিনটার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ ইমরান হোসেন জানান, মধ্যনগরের প্রতিটি ভোট কেন্দ্রে পাহারার ব্যবস্থা করা হয়েছিল। রাত তিনটার দিকে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ওই কেন্দ্রের একটি কক্ষের জানালা দিয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দ্রুত আগুন নিভানোর ফলে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
জেনে নিন ঢাকায় ফিরে কোন গাড়ি চড়বেন বেগম খালেদা জিয়া, প্রস্তুত নতুন টয়োটা ক্রাউন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা