সিলেটের ৬৫৩টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা

আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইতোমধ্যে ভোটগ্রহণকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও মাঠে রয়েছে।
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ৬টি আসনে ১০১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে পরিবেশ পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থা বিবেচনায় ৬৫৩টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকার ২০৬ ও জেলার ৪৪৭টি।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান ঢাকা টাইমসকে বলেন- সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিকালের মধ্যে ব্যালট পেপার ছাড়া বাকি সব সরঞ্জাম গিয়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে। আর ব্যালট পৌঁছাবে আগামীকাল (রবিবার) সকাল ৬টার মধ্যে।
তবে দূরত্ব বিবেচনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেটের ৬টির মধ্যে ৪টি আসনের ৭ উপজেলার ৭৫টি কেন্দ্রে আজ অন্যান্য সরঞ্জামের সঙ্গে ব্যালট পেপারও পৌঁছানো হয়েছে।
তিনি আরও বলেন- সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনী মাঠে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিমও মাঠে রয়েছে। আমাদের বিবেচনায় সিলেটের সবগুলো কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন