পাবনা-১: নিজ কেন্দ্রে ভোট দিলেন ডেপুটি স্পিকার টুকু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিলে পাবনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। রবিবার সকালে বেড়া উপজেলার বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল ওহাব বলেন, সকাল ৮টা ১০ মিনিটে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু তার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে দুটি পৃথক ভবনে নারী-পুরুষের জন্য আলাদা ভোট বুথ করা হয়েছে। সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধভাবে ভোট প্রয়োগ করছে। তীব্র শীত আর ঘন কুয়াশা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
ভোটাধিকার প্রয়োগ শেষে কেন্দ্রে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘উৎসবের আমেজে তৃপ্তিতেই নিজের ভোট দিলাম। জনগণের অংশগণে স্বতঃস্ফূর্ত ভোট শুরু হয়েছে। আশা করছি নৌকার বিজয় নিশ্চিত হবে।’
(ঢাকা টাইমস/০৭জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন