এবার ভোটারের উপস্থিতি কম হবে: হিরো আলম 

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১২| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:২৩
অ- অ+

এবার ভোটার উপস্থিতি কম হবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রবিবার সকাল সোয়া নয়টার দিকে বগুড়া সদরের ৫৫ জন এরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে এ মন্তব্য করেন তিনি।

হি‌রো আলম বলেন, এবার ভোটারের উপস্থিতি কম হবে। গতকাল রাতেই বগুড়ার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। যে কার‌ণে তারা ভোটকেন্দ্রে যাবে না বলে মনে হচ্ছে।

উপনির্বাচনের মতো এবার পোলিং এজেন্ট নিয়ে সমস্যা হচ্ছে না বলে জানিয়ে হিরো আলম বলেন, এবার রাত থেকে সবগুলো কেন্দ্রে তার পোলিং এজেন্টরা অবস্থান করছে। সারাদিন কী হবে জানি না।

জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হিরো আলম জানান, গতবার ভোট ভালোই পেয়েছিলাম। ওরা বলেছে তুমি তো জিততে পারো নাই। আমি তাদের বলেছি এবার ভোট দিয়ে দেখেন, আর একটা বার সুযোগ দেন। এবার ভোট সুষ্ঠু হবে আর ভোট সুষ্ঠু হলে আমি অবশ্যই সেটা বলতেছি জিতবো।

তবে ঈগল মার্কার প্রার্থী টাকা দিয়ে অনেক ভোট কেনার চেষ্টা করেছেন। টাকা দেওয়ার এরকম বেশকিছু ছবিও আছে বলে অভিযোগ করেন ডাব প্রতীকের প্রার্থী হিরো আলম।

ভোটদান শেষে হিরো আলম তার নির্বাচনি এলাকা বগুড়া-৪ আসনের দিকে যান। এই আসনে নৌকার প্রার্থীসহ ৬ জন ভোটের মাঠে লড়ছেন। বগুড়া-৪ আসনে এবার ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র আছে ১১৪ টি।

চলতি বছরের বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম। তবে দুটি আসনেই পরাজিত হন তিনি। পরবর্তীতে চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনেও অংশ নিয়েও পরাজিত হন। হারান জামানত।

এর আগেও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
মেঘনায় কাঙ্খিত ইলিশ না পেলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা