ভোলার পর এবার গাজীপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

গাজীপুরের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানার কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আব্দুল করিম দায়িত্বরত অবস্থায় মারা গেছেন।
রবিবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (৬০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন। তিনি ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।
এ কেন্দ্রের আরেক প্রিসাইডিং অফিসার হেলাল মিয়া বলেন, সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতেই কেন্দ্রে কাজে যোগ দেন। রবিবার সকালে খাবার খেয়ে কেন্দ্রে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় তাকে হাসপতালে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমের বরাতে জানা গেছে, আব্দুল করিমকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বলেন, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুসারে ৭ জানুয়ারি সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সারা দেশের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট দিচ্ছেন ভোটাররা। নওগাঁ-২ আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট স্থগিত করা হয়। ইসির তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।
এদিকে, গতকাল শনিবার মধ্যরাতে ভোলার লালমোহন উপজেলার চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রে মোস্তাফিজুর রহমান নামের এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মোস্তাফিজুর রহমান লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার বদরপুর ইউনিয়নের গফুর চেয়ারম্যানবাড়ির বাসিন্দা ছিলেন।
(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এআর)

মন্তব্য করুন