বরকলে সুষ্ঠু নির্বাচন হলেও ভোটার উপস্থিতি কম

বরকল (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:২০
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। সারা দেশের ন্যায় রাঙামাটির বরকল উপজেলায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলেও ভোটারের উপস্থিতি কম ছিল।

রবিবার বরকল উপজেলায় নির্ধারিত সময়ে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলে এমন দৃশ্য দেখা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, বরকল উপজেলায় ১৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটারের উপস্থিতি তেমন একটা ছিল না।

এরমধ্যে দুয়েকটি ভোটকেন্দ্রে সরেজমিনে ঘুরে দেখা যায়, সংখ্যা অনুযায়ী ভোটারদের উপস্থিতি দেখা পাওয়া যায়নি। অধিকাংশ ভোটকেন্দ্রগুলো শূন্যতা পরিলক্ষিত হয়েছে।

এছাড়াও দেখা গেছে, বরকলে ভোটকেন্দ্রগুলোতে নৌকার প্রার্থীর পক্ষে এজেন্ট দেখা গেলেও অন্যান্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার ঢাকা টাইমসকে জানান, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচনের আমেজ থাকলেও এবারে ভোটারদের মাঝে তেমন আমেজ নেই। যদিও আমরা নিজের ভোট নিজেই প্রয়োগ করতে পেরেছি কিন্তু নির্বাচন উৎসবমুখর মনে হল না।

এ ব্যাপারে ভোটকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, সকালে ভোটার উপস্থিতি থাকলেও দুপুর পর্যন্ত একেবারেই তা কমে গিয়েছিল।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা