কসবায় ভোট দিতে এসে জ্ঞান হারিয়ে এক ব্যক্তির মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩০
অ- অ+

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে মাঠে জ্ঞান হারিয়ে রুহন মিয়া (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।

নিহত রুহন মিয়া কসবা পৌর শহরের শাহপুর এলাকার আলমাছ মিয়ার ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহন মিয়া কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ২টার দিকে ভোট দিতে লাইনে দাড়িয়েছেন। হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা মরদেহ তাদের বাড়িতে নিয়ে যায়।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জামাল চৌধুরী বলেন, অজ্ঞান অবস্থায় রুহনকে হাসপাতালে আনা হয়। পরে তাকে ইসিজি ও পরীক্ষা করে দেখা যায় তিনি মারা গেছে। ধারণা করা হচ্ছে স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা গেছেন তিনি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা