লক্ষ্মীপুরে ৪ আসনের ৩টি আওয়ামী লীগ, ১টিতে স্বতন্ত্র জয়ী

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:১৭| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:২৫
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

রবিবার রাতে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান ৪টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুর- আসনে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন। তিনি পেয়েছেন ১৮ হাজার ' ৫৬ ভোট।

লক্ষ্মীপুর- আসনে নৌকার প্রার্থী নূরউদ্দিন চৌধুরী নয়ন লাখ ৩০ হাজার ' ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সেলিনা ইসলাম। তিনি পেয়েছেন হাজার ২৮।

লক্ষ্মীপুর- (সদর) আসনে ৫২ হাজার ' ৯৩ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্র প্রার্থী এম. সাত্তার। তিনি পেয়েছেন ৩৫ হাজার ' ২৮ ভোট।

লক্ষ্মীপুর- আসনে ৪৬ হাজার ' ৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল-মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোশাররফ হোসেন। তিনি পেয়েছেন ৩৩ হাজার ' ১০ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪টি আসনে ১৪ লাখ ৯৬ হাজার ' ৯৬ ভোটার রয়েছে। তার মধ্যে ২৬ দশমিক ২৫ ভাগ ভোট কাষ্ট হয়েছে।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা