সুনামগঞ্জে ৫টি আসনের ৪টি আ.লীগ, ১টিতে স্বতন্ত্র জয়ী

সুনামগঞ্জের পাঁচটি আসনের চারটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্রের ব্যানারে আওয়ামী লীগ নেতাই নির্বাচিত হয়েছে।
রবিবার রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনে ১ লাখ ১৭১ ভোট পেয়ে বিজয় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মোয়াজ্জেম হোসেন রতন। তিনি পেয়েছেন ৪৬ হাজার ৭৪৭ ভোট।
সুনামগঞ্জ-২ আসনে ৬৭ হাজার হাজার ৭৭৫ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের পত্মী ড. জয়া সেনগুপ্তা নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী ও পুলিশ
মহাপরিদর্শকের (আইজিপি) ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি পেয়েছেন ৫৮ হাজার ৬৭২ ভোট।
সুনামগঞ্জ-৩ আসনে ১ লাখ ২৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী ও পরকিল্পনামন্ত্রী এম এ মান্নান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমুল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। তিনি পেয়েছেন ৪ হাজার ভোট।
সুনামগঞ্জ-৪ আসনে ৯১ হাজার ৩৫২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান। তিনি পেয়েছেন ৩১ হাজার ৭১৮ ভোট।
সুনামগঞ্জ-৫ আসনে ১ লাখ ১৯ হাজার ৪০৩ পেয়ে আওয়ামী লীগের প্রার্থী মুহিবুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/প্রতিনিধি/পিএস)।

মন্তব্য করুন